Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদক দ্রব্যসহ ৯জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় শনিবার (২৫ জুলাই) সংশ্লিষ্ট থানায় ৮টি মামলা হয়েছে

কেএমপি’র মুখপাত্র কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- নগরীর গল্লামারী খালপাড় এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৭), পশ্চিম বানিয়াখামার এলাকার আঃ হালিম শেখের ছেলে মোঃ জাহিদুল শেখ (২০), পটুয়াখালীর টাউন বলগাছিয়ার মোঃ সুলতান শিকদারের ছেলে মোঃ আল-আমিন শিকদার (২৪), সাতক্ষীরার বৈচানা এলাকার মৃত আঃ রশিদ সরদারের ছেলে মোঃ সেকেন্দার বাদশা পলাশ (২২), খালিশপুরের হাউজিং নিউ কলোনীর মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৩৭), দৌলতপুরের মহেশ্বরপাশার সাহেবপাড়া এলাকার জালাল মৃধার ছেলে ফারুক মৃধা (৩৩), নগরীর শেরে বাংলা রোডের আমতলা মোড়ের ভাড়াটিয়া যশোরের রেলগেট রায়পাড়ার বাসিন্দা মৃত বাচ্চু বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল বাপ্পি (৩০), দৌলতপুরের মালিকতলা সিএসডি গোডাউন গেট এলাকার মৃত সামছু গাজীর স্ত্রী শাহিনুর বেগম (৪৩) এবং জেলার দিঘলিয়ার বেলতলা ঘোষগাতী এলাকার মোঃ কালাম শেখের ছেলে মোঃ সাদ্দাম শেখ (২৯)। এসব ঘটনায় মাদক বিক্রেতাদের কাছ থেকে এক কেজি ১০৫গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ১৯পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন