মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় থার্টি ফার্স্টে উন্মুক্ত জায়গায় উৎসবে পুলিশের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় উন্মুক্ত জায়গায় উৎসব আয়োজনে নিষেধাজ্ঞাসহ থার্টি ফার্স্ট বা ইংরেজি নববর্ষ উদযাপনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আগামী ৩১ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে ১ জানুয়ারি ২০২১ সাল ভোর ছয়টা পর্যন্ত এই আদেশ জারি করা হয়েছে।

পটকাবাজি, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও কোন প্রকার গান-বাজনা বাজানোসহ যেকোনো ধরনের অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেএমপি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এ অনুরোধ জানায়। পুলিশ বলেছে, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধকল্পে খুলনা মহানগর পুলিশ বদ্ধপরিকর। তাই শান্তি-শৃঙ্খলা ও জননিরাপাত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন