মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চালনায় মেয়র পদে সনত বিশ্বাসকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা

দাকোপ প্রতিনিধি

খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সনত কুমার বিশ্বাস। নির্বাচন কমিশনের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

পৌরসভা নির্বাচন-২০২০ কমিশন সচিবালয়ের ২৯ ডিসেম্বর ১৭.০০.০০০০.০৩৮.৩৮.০২২.২০ (অংশ-২)-৬০৮ নম্বর পত্রের নির্দেশনা মোতাবেক উক্ত মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সনত বিশ্বাস ৬ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪২ (২) অনুযায়ী খুলনা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষনা করেন।

এই নির্বাচনে মেয়র পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) অচিন্ত্য কুমার মণ্ডল ২ হাজার ৫১৫ ভোট পেয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর চালনা পৌরসভার সাধারন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবুল খয়ের খান মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন সচিবালয়ের মৌখিক নির্দেশে মেয়র পদের ফলাফল ভোট পরবর্তীতে সামায়িকভাবে স্থগিত করা হয়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন