মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বিএনপির (একাংশ) বিক্ষোভ সমাবেশ ৩০ ডিসেম্বর ১১ টায়

নিজস্ব প্রতিবেদক

গত ২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ হবে। কেন্দ্র ঘোষিত কর্মসুচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, কাজী নেহিমুল হাসান , আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, সোহরাব হোসেন, মঈনুল হক টুকু, আবু সাদাত মো. সায়েম, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম তারেক, সামছুন্নাহার লিপি, শাহনাজ পারভিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর এর প্রহসনের নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার, অযোগ্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্রের যোগসাজসে জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখলের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ একটি কতৃত্ববাদী স্বৈরতান্ত্রিক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন