Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
পাটকল বন্ধের বিরুদ্ধে মানববন্ধনের প্রচার

খালিশপুরে লিফলেট বিতরণকালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নগরীতে পাটকল বন্ধের বিরুদ্ধে মানববন্ধন করার জন্যে লিফলেট বিতরণকালে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে খালিশপুর এলাকা থেকে সাদা পোশাকে তাদের আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে খালিশপুর মিল এলাকায় মানববন্ধন কর্মসূচীর প্রচারপত্র বিলি করার সময় সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, ওই সংগঠনের কর্মী ছাত্র মিল্টন কান্তি মন্ডল এবং মিল শ্রমিক মাসুদ রানা। পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য এই মানববন্ধন কর্মসূচী আহ্বান করে।

এ বিষয়ে  খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র সাংবাদিকদের জানান, লিফলেট বিলি সংক্রান্ত বিষয় অনুসন্ধানের জন্যে তাদেরকে খালিশপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন