মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বনিকপাড়া বায়তুল হুদা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর মহেশ্বরপাশা দক্ষিণ বনিকপাড়া যশোর মহল্লা এলাকার বায়তুল হুদা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আজাহার উদ্দিন খান মঙ্গলবার সকাল ৮ টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার আছরবাদ বনিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মিনা সাহাদাত হোসেন, নওশাদুজ্জামান পল্টু, মহসিন রেজা, সেলিম আবেদিন, মুফতি মাওলানা মোঃ গোলামুর রহমানসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামীকাল বুধবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাসভবনে জোহরবাদ দোয়া অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/এনএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন