মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় হতদরিদ্র চা বিক্রেতার বসতঘর আগুনে পুড়ে ছাই

দিঘলিয়া প্রতিনিধি

বারাকপুর বাজারের চা বিক্রেতা রজব মোড়ল। পিতার নাম আব্দুল মোড়ল। স্ত্রী নিয়ে বসবাস করেন দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। খুবই দরিদ্র। সম্বল ছিলো একমাত্র কাঁচা ঘর।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাঁর একমাত্র সম্বল ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় স্বামী স্ত্রী অক্ষত থাকলেও নিমিষে পুঁড়ে যায় ঘর এবং আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। প্রতিবেশীদের ধারণা, শত্রুতাবশতঃ কে বা কারা ঘরটিতে আগুন লাগিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা কিংবা অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন