মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ-আল-ওয়ালিদ (৬৭ ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর শামসুর রহমান রোডস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর আযম খান সরকারি কমার্স কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহাবুব রহমান, থানা কমান্ডার মুস্তাক আবেদীন, ডেপুটি কমান্ডার শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ শাহ কামরুল ইসলাম মানু, ক্রীড়া সংগঠক সুজন আহমেদসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।

জানাজা শেষে পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন