মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া শেরে বাংলা রোডের মৃত মীর মনির হোসেনের ছেলে মীর এনরোজ হোসেন ফয়সাল (২৯) এবং একই থানার মাহফুজা মঞ্জিল, ১৮ মিনারা মসজিদ রোড, সোলাইমান নগরের মৃত নিতাই দাসের ছেলে নিপুন দাস(৩৪)।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন