মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় আগামী তিন দিনে শীত বাড়বে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আগামী তিন দিনে বাড়বে শীত। রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার রাত থেকেই শীতের পরশ লাগছে এই জনপদে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ রাতে খুলনা গেজেটকে বলেন, এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীত বাড়ার পর গত এক সপ্তাহে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার দিনে এই তাপমাত্রা আরও কমে যেতে পারে। এ সময় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে।

খুলনা নগরের রায়পাড়া এলাকার অবসরপ্রাপ্ত অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, এবার একটু আগাম শীত এসে পড়েছে এই জনপদে। রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় বেশ গরম থাকছে।

নগরীর রূপসা বাস টার্মিণালের বাস চালক বিনয় সরকার বলেন, রাতে ঘন কুয়াশা পড়ছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হচ্ছে।

খুলনা গেজেট / এআর/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন