মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বিজয় দিবসে খুলনায় বিএনপির নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসে খুলনায় বিএনপি বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে র‌্যালিটি বের হয়ে নগরীর কয়েকটি প্রধান সড়ক ঘুরে রয়েল মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সৈয়দা রেহেনা ইসা, জিএম কামরুজ্জামান টুকু, মনিরুজ্জামান মন্টু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, সেখ কামরান হাসান, আনিসুর রহমান আরজু, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন