মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বাস চাপায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার বাস চাপায় আলমগীর হাওলাদার (৫৫) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে রূপসা-মোংলা মহাসড়কের ইলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ভ্যান চালক আলমগীর হাওলাদার রূপসা ব্যাংকের মোড় থেকে ইলাইপুরের দিকে যাবার পথে সাউদান সী ফুডসের সামনে আসলে পিছন দিক থেকে আসা রামপালগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।



পুলিশ ঘাতক বাসটি (ঢাকা মোট্রো জ ১৪-১৬৬৪) আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন