মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার নতুন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিভাগীয় কমিশনার ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদারকে (অতিরিক্ত সচিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে পদোন্নতি পেয়েছেন। নতুন করে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে আসছেন ভূমি মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অপর আদেশে ভূমি মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন