মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা মডেল থানার হোল্ডিং নং-২২/১, সুর মোহাম্মদ সড়ক, করিমনগরের ফরহাদ মীরের ছেলে মোঃ নুর আলম (৩৪), একই থানার সবুজবাগ মসজিদ রোড, মোস্তফা সাহেবের বাড়ীর ভাড়াটিয়া ফজর আলী সরদারের ছেলে মোঃ ফয়সাল সরদার(২৪) এবং একই থানার সোনাডাঙ্গা আদর্শ পল্লী মাহাতাব উদ্দিন সড়ক, বাবুর বাড়ীর ভাড়াটিয়া মোঃ শহিদুল হাওলাদারের ছেলে মোঃ রকি হাওলাদার রাকিব(২৩)।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন