বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

খুলনায় তিন প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় তিনটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন  ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, ডুমুরিয়া উপজেলার আন্দলিয়া বাজারে তদারকি করে নোংরা পরিবেশে বেকারি সামগ্রি তৈরি, প্যাকেটের গায়ে মূল্য, মেয়াদ না লেখায় বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে ২০ হাজার টাকা এবং শলুয়া বাজারে মূল্য বিহীন কসমেটিকস রাখায় থ্রি ব্রাদার্সকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন