আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা, টিআইবি গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। সনাক-খুলনা এর সভাপতি অধ্যাপক রমা রহমানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক-খুলনা এর সহ সভাপতি রীনা পারভীন।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন সনাক-খুলনা এর সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। সনাক সদস্য মোঃ আসাফুর রহমান কাজল দিবসের ধারণাপত্র এবং টিআইবি’র দাবিসমূহ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আলোচনা করেন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) দলনেতা অনিক সাহা, সদস্য, ফারহানা ইয়াসমিন আয়েশা, শাহিন আলম, সৌরভ ঘোষ এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপ এর সদস্য ইভানা হক ইভা।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এবং নিজ থেকে ও পরিবার থেকে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে তরুণরা আমাদের পথ দেখাবে বলে মত দেন। তরুণদের হাত ধরেই এই দেশে দুর্নীতি হ্রাস পাবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক রমা রহমানের দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দলন গড়ে তুলতে দুর্নীতিবাজদের সামজিকভাবে তিরস্কার করা এবং আইনের শাসন বাস্তবায়নের আহ্বান জানান, বিশেষ করে তরুণদেরকে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সনাক, ইয়েস, এসিজি এবং তরুণদের প্রতিনিধিগণ।
খুলনা গেজেট/এনএম

