গেল বছরের জুলাই-আগস্ট যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এমন খুলনার নয় জনের নাম গেজেট থেকে বাদ পড়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রকাশিত গেজেট তালিকা থেকে ১২৮ জুলাই যোদ্ধার নাম বাতিল করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাদ পড়া ৯ জন হলেন কুষ্টিয়া জেলার মোঃ বদিউজ্জামান বাবুল (শ্রেণি-গ, ৪৮১), মোঃ ইয়াছিন আহমেদ পাভেল (শ্রেণি-গ, ৪৯৮), মোঃ জিয়াউল মালিক (শ্রেণি-গ, ৫০৬), মাহাবুল হোসেন (শ্রেণি-গ, ১২১৩), মোঃ জুয়েল আক্তার জয় (শ্রেণি-ক, ৫০৫), খুলনা জেলার মোঃ মিনারুল ইসলাম (শ্রেণি-গ, ৫০১), মোঃ সোহেল (শ্রেণি-খ, ৫০৮), মোঃ মিন্টু হাওলাদার (শ্রেণি-গ, ৫০৮), খালিদ শামস প্রান্ত (শ্রেণি-গ, ৫০৯)।
গণ-অভ্যুত্থানে শহিদদের ‘জুলাই শহিদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দেয় সরকার। তিন ক্যাটাগরিতে আহতরাও পাবেন ভাতা, চিকিৎসা, চাকরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। অন্যদিকে জুলাই যোদ্ধারা তিনটি মেডিকেল ক্যাটাগরি (ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ও ক্যাটাগরি সি) অনুযায়ী সুবিধা পাবেন।
ক্যাটাগরি এ আহতদের অতি গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে। ক্যাটাগরি এ শ্রেণির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা, ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তা ছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। পরিচয়পত্রপ্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাচ্ছেন।
গুরুতর আহত বি ক্যাটাগরির যোদ্ধারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হয়েছেন। তারা আহত জুলাই যোদ্ধা হিসেবে আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ-সুবিধাপ্রাপ্ত হচ্ছেন। এর মধ্যে এককালীন ৩ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা, ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হয়। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। পরিচয়পত্রপ্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাচ্ছেন।
আহত ক্যাটাগরি সি’তে যোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছেন, চিকিৎসার পর বর্তমানে সুস্থ। আহত জুলাই যোদ্ধারা এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা পাচ্ছেন। এছাড়া পুনর্বাসন সুবিধা, পরিচয়পত্রপ্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাচ্ছেন।
খুলনা গেজেট/এনএম

