ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফ আলী খান (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনার একটি বেসরকারি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গোলনা নিবাসী আশরাফ আলী ডুমুরিয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেযে সন্তান, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৬ নভেম্বর বিকালে ডুমুরিয়া হাসপাতাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলিল লেখক সমিতির সভাপতি মো. ফাররুখ হোসেন খান, সেক্রেটারি শফিকুল ইসলাম মোল্লা, মো. সেলিম খান, প্রশান্ত জোয়াদ্দার, কামাল হোসেন, মোজাম্মেল খান, মো. শামছুর রহমান মোড়ল ও রবীন্দ্রনাথ সরদার। মরহুমের জানাজার নামাজ আজ বুধবার সকাল ১০টায় গোলনা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএজে

