শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার আলোচিত জোড়া খুনে অবশেষে মামলা, বাদী পুলিশ

নিজস্ব প্রতি‌বেদক

case

৭২ ঘণ্টার অধিক সময় পার হওয়ার পরও আদালত চত্বরের প্রধান ফটকের সামনের সড়কে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যার ঘটনায় ওই দুই পরিবারের কেউ থানায় মামলা করেনি। অবশেষে গতকাল বুধবার বিকেলে খুলনা থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, “জোড়া হত্যার ঘটনায় দুই পরিবারের কেউ মামলা না করায় খুলনা থানার এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।” মামলাটি তদন্ত করবেন এস আই মোঃ মিয়ারব হোসেন।

এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, “৩০ নভেম্বর হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজ মেইন গেটের বিপরীতে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত পরিচয়ে ১৫/১৬ জন দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো চা-পাতি দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি মোটরসাইকেল, চা-পাতি, গুলির কার্তুজ ও ফায়ারকৃত কার্তুজের অংশ বিশেষ উদ্ধার করে।

তিনি আরও বলেন, “দুর্বৃত্তের হাতে নিহত হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী। এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় চারটি কারণ সামনে রেখে পুলিশ তদন্ত করছে।”

খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, “জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোন মামলা দায়ের করেনি। ৭২ ঘণ্টার অধিক সময় অপেক্ষা করার পর উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন