শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২
আমরা খুলনাবাসীর অচল কর্মসূচিতে বক্তারা

গল্লামারী ব্রিজ নির্মাণে দ্রুত দৃশ্যমান না হলে খুলনা অচল করে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রবেশদ্বার গল্লামারী ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে। এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি পালন করা হয়।

ডাঃ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন ও সিরাজ উদ্দিন সেন্টুর পরিচালনায় এ কর্মসূচিতে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী মহানগর সেক্রেটারী এ্যাড মো. জাহাঙ্গীর হোসাইন হেলাল, সিপিবি মহানগর সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মো. নিজাম-উর- রহমান লালু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নিরালা জন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঃ সবুর, যুগ্ম সম্পাদক জি এম মঈন উদ্দিন, নতুন তারা সমাজ কল্যাণ সাহিত্য সংস্থার মহাপরিচালক মিনা সাইফুর রহমান।

উপস্থিত ছিলেন বাটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বিএনপি নেতা বাবুল মেম্বার, এস এম দেলোয়ার হোসেন, আঃ রব, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মো. জামাল মোড়ল, ডাঃ আঃ সালাম, মো. কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মো. জাহাঙ্গীর চৌধুরী টিপু, মো. খায়রুল আলম, মো. সবুজুল ইসলাম, মো. মনিরুজ্জামান মিলন, সৈয়দ বদুউজ্জামান বদু, লিটন মিত্র, রবিউল ইসলাম সবু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মো. জাহিদ আরেফিন, মো. মেজবাহ উদ্দিন পাপ্পু, মো. মামুন অর রশিদ, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রায় দু’বছর ধরে এই ব্রিজের কাজ ফেলে রাখায় সব সময় সড়ক যানজট থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তি হয়। বিশেষ করে এই ভোগান্তি বর্ষা মৌসুমে প্রচণ্ড আকার ধারণ করে। এই ব্রিজ দিয়ে অন্তত ১০ জেলায় পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, রোগী পরিবহণ সহ হাজার হাজার মানুষ চলাচল করে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুথানের পর হতে এ ব্রিজ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। খুলনাবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান এমন কী গত ২০ এপ্রিল সড়ক ভবন ও রাস্তা অবরোধ করলে কর্তৃপক্ষ ৩০ আগস্টের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দেয়। তিন দফা সময় বৃদ্ধি করার পরও ব্রিজের নির্মাণ দৃশ্যমান না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন যদি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কাজ শুরু না হয় খুলনা অচল করার হুমকি দেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন