মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসার অবৈধ দখলে থাকা ১০ একর খাস জ‌মি‌ উদ্ধার 

রূপসা প্রতিনিধি

 

খুলনার রূপসার আঠা‌রোবাকী নদীর পা‌শে গ‌ড়ে উঠা বি‌ভিন্ন ইটভাটায় দীর্ঘ‌দিন যাবৎ দখল ক‌রে রাখা সরকারী খাস জ‌মি উদ্ধা‌র করেছে উপ‌জেলা প্রশাসন। আজ সোমবার উপজেলা নির্বাহী অ‌ফিসা‌র নাস‌রিন আক্তা‌রের নেতৃ‌ত্বে এ ব্যাপারে অভিযান চালানো হয়।

অ‌ভিযা‌নকা‌লে আঠা‌রো বে‌কি নদীর তী‌রে গ‌ড়ে উঠা বি‌ভিন্ন ইটভাটায় ব‌্যবহৃত প্রায় ১০ একর সরকারী খাস জ‌মি উদ্ধার ক‌রে লাল পতাকা টাঙ্গি‌য়ে চি‌হ্নিত করা হয়। এ সময় উপ‌জেলা প্রশাস‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তা উপ‌স্থিত ছি‌লেন।

এ প্রস‌ঙ্গে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তার ব‌লেন, পর্যায়ক্রমে সরকারী নি‌র্দেশনা মোতাবেক ইটভাটাসহ সকল সরকারী খাসজ‌মি দখলমুক্ত করা হ‌বে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হো‌সেন এর নি‌র্দেশনা মোতা‌বেক এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন