মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুবিতে স্বাশিপের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা এক টায় স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন।

মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এ হোসেন

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন