মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অসুস্থ সাবেক মেয়র মনিকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

প্যাংক্রাইস রোগে আক্রান্ত সাবেক মেয়র খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় এম্বুলেন্সে তাকে ঢাকায় প্রেরন করা হয় ।

বিষয়টি নিশ্চত করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এর আগে, শনিবার (৫ ডিসেম্বর ) সকাল আনুমানিক সাড়ে ১১টায় অসুস্থ হয়ে পড়লে কেসিসির সাবেক মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে তাৎক্ষনিকভাবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মনিরুজ্জামান ২০১৫ সালের জানুয়ারী মাসে প্যাংক্রাইস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ডা: আরেফিনের অধীনে চিকিৎসা নেন। একই রোগে আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে ঢাকা স্পেসালাইজড হাসপাতাল কল্যানপুরে চিকিৎসারত ডা: আরেফিনের কাছে পাঠানো হয়েছে । অসুস্থ বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জান রোগমুক্তির জন্য খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন