মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দাবি আদায়ে ফুলতলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফুলতলা প্রতিনিধি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের স্তর পরিবর্তন ও বেতন বৈষম্য দুরকরণসহ তাদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য কর্মীবৃন্দ কর্মবিরতী পূর্বক ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান গ্রহণ করে।

এ সময় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মায়া দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাফুজা খাতুন, অলোকা রায়, শীলা রানী ঘোষ, স্বাস্থ্য সহকারী সুশান্ত মন্ডল, চিন্ময় রায়, রওশনয়ারা, ওহিদুজ্জামান, শামীম হাসান, মোহনা খানম, রওশন আরা খাতুন, জাকির হোসেন, শারমিন সুলতানা, কহিনুর বেগম, নাজনীন খাতুন, সেলিনা বেগম প্রমুখ।

প্রসঙ্গতঃ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্য কর্মীবৃন্দ গত ২৬ নভেম্বর থেকে উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রের সকল কার্যক্রম এবং হাম-রুবেলা ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

খুলনা গেজেট/ এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন