Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দৌলতপুরে গলায় ফা‌ঁস লেগে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মহানগরীর দৌলতপুরের রে‌লি‌গেট এলাকায় রূপা আক্তার (১১) না‌মে এক শিক্ষার্থীর গলায় ফা‌ঁস লেগে মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে খেলতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে।রূপা ম‌হেশ্বরপাশা স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, দৌলতপুর থানাধীন রে‌লি‌গেট এলাকার বা‌সিন্দা ম‌ফিজ শিকদার এর মে‌য়ে রূপা আক্তার। বিকাল ৫টায় রেলিগেট রেল কলোনীতে প্রতি‌বে‌শি ছে‌লে‌দের সাথে খেলতে যেয়ে ওড়নায় শ্বাস রোধ হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যায় সে। পরে মেয়েটির ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়‌নি।

খুলনা গেজেট/বশির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন