মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনের পথে পর্যটকবাহী লঞ্চডুবি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক   

সুন্দরবনের পথে পর্যটকবাহী লঞ্চ এমভি ডিসকভার‌ খুলনার বটিয়াঘাটা কাতিয়ানংলা এলাকার ডুবোচরে আটকে পশুর নদীতে ডুবে গেছে। তবে লঞ্চডু‌বিতে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। শুক্রবার ভোর ৬টার দিকে লঞ্চটি ডুবোচরে আটকে যায় এবং পরবর্তীতে স্রোতের তোড়ে তা ডুবে যায়।

জানা যায়, ডিসকভার ৩৩ জনের ভ্রমণ দল নিয়ে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪নং ঘাট এলাকা থেকে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। শুক্রবার ভোর ৬ টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় পশুর নদীর ডুবোচরে আটকে যায় লঞ্চটি। চরে আটকে যাওয়ায় লঞ্চে থাকা পর্যটকরা দ্রুত পার্শ্ববর্তী চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকার কারণে ঢালু চরে পানির টানে লঞ্চটি পেছন দিকে নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে লঞ্চটি লম্বালম্বিভাবে পশুর নদীতে ডুবে যায়। ভ্রমণ দল‌টির সুন্দরবনের হাড়বাড়িয়া পয়েন্ট, কটকা, ক‌চিখালী, দুবলার চর ও হিরণ পয়েন্টে যাওয়ার কথা ছিল।

ট্যুর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াইস) এর যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক কচি বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করা ট্যুরিস্ট লঞ্চ এম‌ভি ডিসকভার ডুবোচরে আটকে যায়, পরে লঞ্চ‌টি ডুবে যায়। পরে ভাটার স্রোতে লঞ্চটি ডুবে যায়। তবে কোনো ট‌্যু‌রিস্টের কোনো ক্ষতি হয়‌নি, সবাই অক্ষত অবস্থায় আছেন। ডিসকভারে থাকা ৩৩ পর্যটককে ফি‌রিয়ে আনা হয়েছে এবং লঞ্চটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ক‌চি।

ভিডিও দেখুন :

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন