বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
খুমেক ল্যাবে নতুন করে ৮৩ জন আক্রান্ত

এক মাসে খুলনায় সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতি‌বেদক

খুমেকের আরটি-পিসিআর মেশিনে নতুন ক‌রে আরও ৮৩ জনের ক‌রোনা শনাক্ত হয়েছে। আর এক মা‌সের মধ্যে বুধবার (২২ জুলাই) খুলনায় সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন খুলনায় আক্রান্ত হয়েছে ৩৪ জন।

খুলনা মেডি‌কেল ক‌লে‌জের উপাধ‌্যক্ষ ডাঃ মে‌হেদী নেওয়াজ জানান, বুধবার খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের আর‌টি পি‌সিআর মে‌শি‌নে মোট ২৮২‌টি নমুনা পরীক্ষা করা হয়। এর ম‌ধ্যে খুলনার নমুনা ছি‌লো ১৩৯টি। মোট প‌জে‌টিভ ৮৩টি। খুলনার প‌জে‌টিভ ছি‌লো ৩৪টি। এছাড়াও খুমেকের ল্যাবে বা‌গেরহা‌টের ১২ জন, সাতক্ষীরার ৩৪ ও চুয়াডাঙ্গার একজন রোগী শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট / এমবিএইচ / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন