মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ইয়াবাসহ ৫ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ছোট বয়রা, ভাঙ্গা পোলের মোঃ ইয়ামিন মোল্যার ছেলে সাইফুল ইসলাম(৪৮), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ ধুমঘাট কেওড়াতলীর শওকত গাজির ছেলে মোহাম্মাদুল্লা গাজি(২০), খালিশপুর বড় বয়রা মধ্যপাড়া ক্রসরোডের মোঃ টুটুলের ছেলে মোঃ শান্ত ইসলাম(২২), সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোডের মোঃ ইকরাম গাজীর ছেলে মোঃ তুহিন গাজী(২৬) এবং একই থানার শেরে বাংলা রোড, আমতলা, দ্বীন মোহাম্মদ সাহেবের বস্তির হানিফ হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক(২৮)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন