মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোড়কে মেয়াদ ও মূল্য না লেখায় আমিন জর্দা ফ্যাক্টরিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

জর্দার মোড়কে মেয়াদ, মূল্য না লেখায় খুলনার আমিন জর্দা ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) নগরীর খানজাহানআলী থানাধীন পূর্ব শিরমনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় খানজাহানআলী থানাধীন পূর্ব শিরমনি এলাকায় তদারকি করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় আমিন জর্দা ফ্যাক্টরিকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  জর্দার মোড়কে মেয়াদ, মূল্য না লেখায় এ জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন টহল টীম, খান জাহান আলী থানা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন