মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে গো‌বিন্দ হত‌্যা মামালায় ৩ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনার দাকোপ উপজেলার গোবিন্দ সানা (৪০) হত‌্যা মামালার রায়ে ৩ আসামির মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্ন আদালতের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। নিহত গোবিন্দ সানা উপজেলার পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের মৃত ধনঞ্জয় সানার ছেলে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, সোগত রায়, বিবেক মন্ডল ও অরুনাভ রায়। আসা‌মিরা সকলে পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ২২ নভেম্বর বেলা ২টার মধ্যে যেকোন সময় শ্রীপুর এগ্রো লিমিটেড নামক একটি মৎস্য খামারের কর্মী গোবিন্দা সানাকে হত্যা করা হয়। এরপর তার লাশ গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেয়া হয়। ২২ নভেম্বর বেলা ২টায় বাকী নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন।

২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোঃ মোরশেদ মামলাটি পরিচালনা করেন।

 

 

খুলনা গেজেট /সাগর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন