মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গ্রীড ফেল : একঘন্টা অন্ধকারে খুলনাসহ ১১ জেলা

নিজস্ব প্রতি‌বেদক

গ্রীড বিপর্যয়ের কারণে অন্ধকারে ছিল খুলনা বিভাগ ও পিরোজপুর জেলা। বুধবার (২ ডিসেম্বর) রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১২ টা ২ মিনিটে জোড়াগেট ফিডারসহ খুলনার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

ওজোপাডিকোর তথ্যমতে, খুলনা জোনের আওতায় রয়েছে- খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও বরিশালের পিরোজপুর জেলা।

ওজোপাডিকোর চীফ ইঞ্জিনিয়ার আবু হাসান জানান, পিজিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ঈশ্বরদীতে গ্রীডের একটি ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় খুলনা জোনের ১১ জেলা রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ চলে যা।  ফলে ভেড়ামারা থেকে পিরোজপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পিজিসিবি কর্মকর্তারা জানিয়েছেন বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছেন। রাত ১২ টা ২ মিনিটে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন