মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় স্কুল ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি

স্কুল ছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে খুলনার পাইকগাছা থানা পুলিশ এক ভাটা শ্রমিককে আটক করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খড়িয়া মিনহাজ চক গ্রামের শাহিনুর গাজীর ছেলে মোঃ ইব্রাহীম ইসলাম আবু ছালেক খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর ছবি নগ্নভাবে এডিট করে “তোমাকে চাই” নামক একটি ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় থানার এসআই তাকবীর হুসাইন বুধবার দুপুরে অভিযান চালিয়ে যুবক ইব্রাহীমকে আটক করে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আটক ইব্রাহীমকে আসামী করে থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি মোঃ এজাজ শফি জানিয়েছেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন