Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় Favipiravir‘র কার্যকরিতা নিয়ে গবেষণা খুলনায়

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনাভাইরাস প্রতিকারে ওষুধ Favipiravir কার্যকরিতা নির্নয়ে বৈজ্ঞানিক গবেষনা শুরু হয়েছে খুলনায়। খুলনা মেডিকেল কলেজের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে গবেষণা করছেন অভিজ্ঞ চিকিৎসকরা।
গবেষনা কো-ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডঃ এস কে বল্লভ, সহযোগী অধ্যাপক ডাঃ শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ তাহমিদা খানম, ডাঃ মাইনুল হক, ডাঃ রিশন ও ডাঃ অভিজিৎ।

গবেষণা টীমের প্রধান ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উপর এই বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করছি। বুধবার (২২ জুলাই) থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। একশ’ জন রোগীর উপর এই গবেষনা কার্যক্রমটি চলবে। গবেষনা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে। এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে।

তিনি আরও বলেন, Favipiravir জেনেরিক নাম। এটি ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় হচ্ছে। এখান থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ওষুধটির কার্যকরিতা নির্ধারণ করা হবে।

খুলনা গেজেট /এমবিএইচ/ এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন