মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নবনির্বাচিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদকে সিটি মেয়রের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এড. মোঃ সাইফুল ইসলাম সভাপতি ও এড. কেএম ইকবাল হোসেন সাধারণ সম্পাদক এবং একই প্যানেলের প্রার্থীগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা অর্জন করে জয়লাভ করায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিজয়ী নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত পরিষদ আজ সোমবার সন্ধ্যায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে সৌজন্য সাক্ষাতকালে বিজয়ী নেতৃবৃন্দ সিটি মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সিটি মেয়রও নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবনির্বাচিত পরিষদ আইনজীবীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কাঙ্খিত অবদান রাখার পাশাপাশি তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, এড. কাজী বাদশা মিয়া, এড. এম এম মুজিবর রহমান, এড. আইয়ুব আলী শেখ, এড. নবকুমার চক্রবর্তী, এড. অলোকা নন্দা দাস, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, এড. তারিক মাহমুদ তারা, এড. সাজ্জাদ আলী, এড. শিকদার হাবিবুর রহমান, এড. সেলিনা আক্তার পিয়া, এড. জেসমিন সুলতানা জলি, এড. আল আমিন উকিল, এড. শামীম আহমেদ পলাশ, এড. এনামুল হক, এড. দ্বীনবন্ধু ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন