মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চালনায় আ’লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিলেন জেলা সভাপতি

দাকোপ প্রতিনিধি

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চালনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সনৎ কুমার বিশ্বাস-এর মনোনয়নপ্রত্র উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট জমা দিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

দাকোপ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সুত্রে জানা যায়, সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আসন্ন চালনা পৌরসভা নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ মনোনীত পৌরমেয়র প্রার্থী ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান জামাল, নিমাই চন্দ্র রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আকেল, জেলা যুবলীগের জামিল খান, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায় প্রমুখ।

 

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন