Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তেরখাদায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি” ¯স্লোগানকে সামনে রেখে উপজেলা মৎ্যে অফিসের আয়োজনে বুধবার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার প্রদীপ কুমার দাম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাছ একটি পুষ্টিকর খাবার ও স্বয়ংসম্পূর্ণ খাবার খেতে হবে। তাহলেই এই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব। এবং পরিত্যাক্ত জলাশায়ে মাছ চাষ করার আহবান জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন