Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বৃক্ষমেলায় ব্যতিক্রমী গাছ বনসাই

নিজস্ব প্রতিবেদক

ছোট্ট একটি টবে রাখা গাছ। দূর থেকে দেখলে সাধারণ মনে হলেও একটু ভালো করে তাকালেই বোঝা যায়— এটি যেন প্রকৃতির শিল্প! খুলনার বৃক্ষমেলায় দেখা মিলছে বাহারি বনসাই। যার একেকটির দাম এক হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত।

গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে এবারের বৃক্ষমেলা। খুলনা সার্কিট হাউস মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিনা টিকিটে সবার জন্য উন্মুক্ত এই মেলায় অংশ নিয়েছে ৬১টি প্রতিষ্ঠান, যার মধ্যে ১০টি সরকারি।

সরজমিনে গিয়ে দেখা যায়, নয়নতারা নার্সারিতে এবারের মেলায় সবচেয়ে বেশি বনসাই। এই নার্সারিতে ৮ বছর বয়সী এরাবিয়ান বনসাই এর মূল্য ১ হাজার ৫০০ টাকা। ১০-১১ বছর বয়সী চায়না বট বনসাই ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা, ২০ বছর বয়সী পাকর বনসাই ৩ হাজার টাকা, ২০ বছর বয়সী কার্ডিনিমাম বনসাই ৫ হাজার টাকা এবং ২৫ বছর বয়সী তেতুল বনসাই ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নয়নতারা নার্সারির মালিক আলতাফ হোসেন বলেন, এগাছগুলোতে খুব বেশি খাটনির দরকার হয়না, সময়মত পরিচর্যা করতে হবে। বছরে দুই থেকে তিনবার পরিচর্যা করতে হবে। পাতা ছাটতে হবে, প্রয়োজন হলে মাটি পরিবর্তন করতে হবে। এগুলো কম মাটিতে ভালো হয়। জৈবসার দিতে হবে, ইন্ডিয়া থেকে একটি ট্যাবলেট আসে যেটি নার্সারিতে পাওয়া যায়, সেটি দিলে বেশ ভালো হয়।

এছাড়াও হাতেগোনা কিছু নার্সারিতে রয়েছে নানান রকম বনসাই। খুলনা নিউমার্কেট নার্সারিতে আটবট বনসাই ১০ হাজার টাকা, এরাবিয়ান বনসাই ১০ হাজার টাকা এবং জেড প্লান বনসাই ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ নার্সারির ৪৯ বছর বয়সী পাখর বটসাই ১ লাখ টাকা দাম হাকিয়েছে।

রানা নার্সারিতে একটি বট বনসাই এর মূল্য ১০ হাজার টাকা, মালঞ্চ নার্সারিতে একটি পাপড় বটসাই এর মূল্য ২ হাজার ৫০০ টাকা।

মেলায় আগত দর্শনার্থীদের চোখ আটকে যায় এই ক্ষুদ্র অথচ জটিল শিল্পে। অনেকে ছবি তুলছেন, কেউ কেউ কিনে নিচ্ছেন নিজেদের শখ পূরণের জন্য।

মেলায় আসা দর্শনার্থী আদম শফিউল্লাহ বলেন, গাছ কিনি বা না কিনি প্রতিবছর মেলায় আসার চেষ্টা করি। মেলায় নানান রকম গাছের মধ্যে ব্যতিক্রম হলো বনসাই গাছগুলো। এই গাছগুলোর কোনোটার বয়স আমার থেকেও বেশি। দামে চড়া হলেও দেখতে সুন্দর।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন