Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে আইনজীবীর ঘরের গ্রীল কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ঘরের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে নগরীর শেখপাড়া বৌ বাজার আইনজীবী সাজ্জাদ হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময়ে সংঘবদ্ধ চোররা নগদ টাকা, ল্যাপটপ এবং মোবাইলসহ প্রায় দু’লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় নামের এক যুবককে আটক করেছে।

আইনজীবী সাজ্জাদ হোসেন জানান, বাড়ির নীচ তলায় পপুলার ডায়াগনিষ্টক সেন্টারে কর্মরত ৫ জন যুবক বসবাস করে। রাত ১১ টার দিকে বাড়িতে ফিরে সবকিছু লন্ডভন্ড দেখে মনে সন্দেহ হয় তাদের। পরবর্তীতে জানালার গ্রীল কাটা দেখে তারা নিশ্চিত হয় ঘরে চুরি হয়েছে। চোররা ঘর থেকে একটি ল্যাপটপ, নগদ ৫০ হাজার টাকা এবং দু’টি দামী মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি তারা সাজ্জাদ হোসেনের সাথে আলোচনা করে। এ ঘটনায় আজ সোমবার সকালে সোনাডাঙ্গা মড়েল থানায় অভিযোগ দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হৃদয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন