Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কমিশনারের অপসারণের দাবিতে ছাত্র-জনতার কেএমপি ব্লকেড

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে কেএমপি ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সোমবার (৭ জুলাই ) বিকালে কেএমপির সামনে খানজাহান আলী সড়কে অবস্থান নিয়ে ব্লকেড করে তারা।

এসময় ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে,’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ সহ নানান স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এসময় তারা কেএমপি কমিশনারের অপসারণের দাবি জানিয়ে স্লোগান দেন।

আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ এখন আগেরমতো জীবন-যাপন করতে পারছি না। আমরা এখন ভয়ের মধ্যে আছি, আমরা কেএমপি কমিশনারের পদত্যাগ চাই এবং আইনশৃঙ্খলার উন্নতি দেখতে চাই।

খুলনা গেজেট/রহমাতুল্লাহ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন