মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও প্রতিবন্ধী সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করেছে লতার পুতলাখালী শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী ভোকেশনাল স্কুল।

বৃহস্পতিবার সকালে স্কুল কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য দেবাশীষ রায়।

ইউপি সদস্য প্রদীপ মহলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মানবেন্দ্র মন্ডল, শিক্ষক শিউলী রানী রায়, স্বপ্ন রানী মন্ডল, পবিত্র কুমার বিশ্বাস, দীপংকর কুমার সরকার, নীলকমল মল্লিক, দিবাকর মন্ডল, পুলকেশ সরকার, সাগর মন্ডল, রুম্পা রায়, দিপান্ত রায়, প্রতিভা মন্ডল, রেখা, কিশোর রায়, পিংকি সরকার, প্রিয়াঙ্কা সরকার, মিল্টন বালা, উজ্জ্বল দফাদার, দিলিপ মল্লিক, মুক্তি সরকার, খগেন্দ্রনাথ বাছাড়, নিউটন রায় ও ইসহাক সরদার।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ১৯টি হুইল চেয়ার, ২টি শ্রবণ সহায়ক মেশিন ও ১টি টয়লেট সামগ্রী বিতরণ করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন