Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সড়কের মাঝে ডেবে গেছে কাভার্ড ভ্যানের চাকা, যান চলাচল বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেটে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র প্রবেশদ্বারে নির্মাণাধীন সড়ক প্রশস্তকরণ বালুর ভীতর কাভার্ড ভ্যানের চাকা ডেবে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।

কাভার্ড ভ্যানটি জরুরি রপ্তানি কাজে নিয়োজিত আরএন এন্টারপ্রাইজের। যার নং ঢাকা মেট্রো- ট ১৩-৮১৮৫। গাড়িতে ১৪ টা মাল রয়েছে।

স্থানীয় ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে থেকে জানা যায়, সকাল সাড়ে সাতটায় তারা দোকান খুলতে এসে দেখে কাভার্ড ভ্যানটির ডান পাশের চাকা দুটি বালির নিচে ডেবে আছে।

গাড়ির ড্রাইভার জানান, ঢাকা থেকে ১৪ টন মাল ভর্তি গাড়িটি তেলিগাতী আউটার বাইপাস সড়ক দিয়ে ফুলবাড়িগেট হয়ে শিরোমনি যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ফুলবাড়ি গেটের ওই স্থানে গাড়ি উঠালে গাড়ির ডান পাশে দুই চাকা বালির ভিতর ডেবে যায়। দীর্ঘ সময় অনেক চেষ্টা করেও গাড়িটা উঠানো সম্ভব হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন