মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় মায়ের উপর অভিমানে ছেলের আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

বুধবার দিবাগত রাতে মায়ের উপর অভিমান করে সাইফুল শেখ (১৭) নামে এক ছাত্র গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে পয়গ্রাম হাফরাস্তা এলাকার আক্তার শেখের পুত্র ও ফুলতলা আহমাদিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সাইফুল শেখ তার মায়ের কাছে ১শ’ টাকা দাবি করে। কিন্তু দাবিকৃত টাকা না পেয়ে অভিমানে সাইফুল রাতে আনুমানিক ৯টার দিকে মায়ের ওড়না নিয়ে বাড়ির পিছনে ছবেদা গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাফরাস্তা জামে মসজিদ চত্বরে জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন