মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মটর সাইকেল নিয়ে পালানোর সময় জনতার হাতে এক চোর আটক হয়। বৃহস্পতিবার দুপুরে জনতার সহায়তায় উপজেলা পরিষদের সামনে থেকে থানা পুলিশ ওই চোরকে আটক করে।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে খুলনার গল্লামারি এলাকার মুজিবর আকনের ছেলে গোলাম রসুল আকন (৩০) একটি নতুন মটর সাইকেলের তালা ভেঙ্গে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল। এ সময় পাশে থাকা একদল যুবক তাকে ধাওয়া করে আটকে ফেলে উত্তম-মাধ্যম শেষে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, চোরকে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন