Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দিঘলিয়ায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় খোলাবাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) এর ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এই লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলার তিনটি পয়েন্টে উন্মুক্ত লটারির মাধ্যমে( ওএম এস ) ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন, সেনহাটিতে আমেনা বেগম, বারাকপুর শেখ মহাসিন আলী ও উপজেলা চৌরাস্তা মোড়ে ভাই ভাই এন্টারপ্রাইজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল আব্দুর সাত্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, জনস্বাস্থ্য প্রকৌশল মো. মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন