Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবাদিক জাহিদুল সাগরের দাদী শ্বাশুড়ির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সাগর জাহিদুলের দাদী শ্বাশুড়ি জুলেখা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার রাত বারোটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে আর কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানা যায়, রবিবার রাত বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রূপসা কাজদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার বেলা ১১ টায় নৈহাটি ঈদগা চত্বরে নামাজে জানাজা শেষ হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক জাহিদুল সাগরের দাদী শ্বাশুড়ির আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো: মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, আয়েশা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন