Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় কচ্ছপ বিক্রেতার কারাদন্ড

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় জয় ঢালী (২২) নামের এক কচ্ছপ বিক্রেতাকে ২১ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময়ে তার নিকট থেকে উদ্ধারকৃত ২৭ টি সুন্ধি কচ্ছপ উপযুক্ত আবাস্থলে অবমুক্ত করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘোনাবান্দা মধ্যপাড়া এলাকায় জয় ঢালীর বাড়ি থেকে কচ্ছপসহ তাকে আটক করা হয়।

ডুমুরিয়া সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রিতম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, কচ্ছপ এক ধরণের বন্য প্রাণী যা প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত এবং কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। ধীরগতির এই প্রাণিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরল ভুমিকা রাখে। এই সর্বভূক প্রাণী পঁচা-গলা, ময়লা ও মরা প্রাণী খেয়ে পরিবেশের দূষণ রোধ করে। মশার ডিম, লার্ভা ও ক্ষতিকর পোকাপাকড় খেয়ে মানুষের সুস্থ জীবন গঠনে ভূমিকা রাখে। কিন্তু এক শ্রেণির অসাধু মানুষ বিলুপ্ত প্রজাতির এই উপকারি প্রাণি নিধনে উঠে পড়ে লেগেছে। দীর্ঘদিন যাবত উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া এলাকার নিতাই ঢালী ও তার ছেলে জয় ঢালী অতি কচ্ছপের ব্যবসা করে আসছেন। এদিন গোপন সুত্র ধরে থানা পুলিশ ও বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের সহায়তায় অভিযান চালিয়ে কচ্ছপসহ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে খুলনার জীব বৈচিত্র বন্য প্রাণি সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও থানা পুলিশের এসআই আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন