Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুমেক ল্যাবে ১১৩ জনের করোনা শনাক্ত, উপসর্গে মৃত্যু নারীর

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১১৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৩ জনই খুলনা জেলা ও মহানগরীর। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

খুমেকের উপাধ্যক্ষ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে আজ মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১৪৫টি। এদের মধ্যে মোট ১১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৬৩ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ৩২ জন, সাতক্ষীরার ১৭ জন ও নড়াইলের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসিনা (৬৫) নামে এক রোগীকে ভর্তি করা হয়। তার বাড়ি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নে। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ সাদিয়া মনোয়ার উষা জানান, সোমবার সকাল পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৩৭ জন। সন্ধ্যায় নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০০ জন। শনাক্তদের বেশির ভাগই খুলনা মহানগরীর। সোমবার সকাল পর্যন্ত মহানগরে মোট করোনা শনাক্ত রোগী ২ হাজার ৯৩৬ জন। আর নয় উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৫৯৮ জন এবং নারী ১ হাজার ১৩৯ জন। এপর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮১৫ জন। মারা গেছেন ৫৬ জন।

খুলনা গেজেট / বশির / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন