Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবাদিক অনিমেষ মন্ডলের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

পূর্ব শত্রুতা জের ধরে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক অনিমেষ মন্ডল (৩৩) হামলার শিকার হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুরে আড়ংঘাটা থানাধীন বিল ডাকাতিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি হামলা শিকার হয়।

অনিমেষ মন্ডল অভিযোগ করে বলেন, একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও তার ছেলে সাধন মন্ডল তার ওপর হামলা চালিয়েছে। বড় ভাইকে হামলার হাত থেকে রক্ষা করতে এসে ছোট ভাই অভিজিৎ মন্ডল (২৫) ও সত্যজিৎ মন্ডল (২৭) ও হামলার শিকার হন। হামলায় তিনি বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে আড়ংঘাটা থানার এস আই কোহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বর্তমানে অনিমেষ মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আজ দুপুরে বিল ডাকািয়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন