কেম্রিজ ইউভার্সিটি শিক্ষক প্রয়াত ড. মোহাম্মদ মোজাহারুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ অধ্যাপক ড. ওয়াকিল আহেমদ।
অনুষ্ঠানে ‘স্বদেশ ভাবনার বিকাশে আমাদের লোক সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতা করবেন বাংলা একাডেমির উপপরিচালক ও নাট্যকার-গবেষক ড. সাইমন জাকরিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
খুলনা গেজেট/এমএম