Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাংবাদিক শাহীনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) আজ সোমবার বেলা পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ আসর বাদ রূপসা কলেজের সামনে আল-আকসা মাদ্রাসা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মসজিদের পাশে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক সামছুজ্জামান শাহীনের মায়ের আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক ও শোক সন্তপ্ত প‌রিবা‌রের সদস‌্যদের প্রতি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন খুলনা গে‌জে‌টের সম্পাদক মো: মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, আয়েশা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, ফটো সাংবাদিক মোহাম্মদ এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পিসহ খুলনা গেজেটের পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুরূপভাবে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ কার্যনির্বাহী সদস্যরা।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন